আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে মেক্সিকো থেকে আমদানি করা গাড়ির ওপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নির্বাচনী প্রচারের মাঝে এ ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।
এর আগে আরেক ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। বাড়তি দাম চাপিয়ে ক্রেতাদের দেশীয়ভাবে উৎপাদিত গাড়ি কিনতে উৎসাহিত করে খাতটিকে এগিয়ে নিতে চান তিনি।
চলতি সপ্তাহে উইসকনসিন অঙ্গরাজ্যের জুনাউ বিমানবন্দরে নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘যদি প্রয়োজন হয় তাহলে ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করব। ওই সব (আমদানি করা) গাড়িকে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে দিতে পারি না।’