সাফে ফিরছেন কৃষ্ণা, তবে…

প্রথম আলো প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ১৮:৫৬

ডান পায়ের পাতার চোট কৃষ্ণা রানী সরকারকে বেশ ভুগিয়েছে। সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী দলের সদস্য হতাশ হয়ে পড়েছিলেন। হতাশা এতটাই ছিল, চিকিৎসা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে দেশের ফুটবলে তোলপাড়ই ফেলে দিয়েছিলেন তিনি। দেশে–বিদেশে চিকিৎসা শেষে সেই কৃষ্ণা এখন প্রায় সুস্থ। বাফুফে সূত্রের খবর, নেপালে ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের দলে থাকছেন বাংলাদেশ নারী দলের এই ফরোয়ার্ড।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনে আজ বেশ সপ্রতিভ দেখা গেল কৃষ্ণাকে। জাতীয় দলের ইংলিশ কোচ জেমস পিটার বাটলার অবশ্য কৃষ্ণার চূড়ান্ত দলে থাকা নিয়ে এখনো কিছু বলেননি। তবে শেষ পর্যন্ত দলে থাকলে কৃষ্ণা কতটা কী করতে পারেন, সে সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছেন কোচ।


বাটলার আজ অনুশীলন শেষে জানিয়েছেন, কৃষ্ণা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে তিনি এখনো পুরোপুরি ফিট নন, ‘কৃষ্ণা এখনো পর্যন্ত ৭৫ শতাংশ ফিট। সে সাফের দলে থাকবে কি না, এখনই বলতে পারছি না। হয়তো থাকবে। সে অভিজ্ঞ ও দারুণ একজন খেলোয়াড়। সাফের দলে থাকলে ওকে আমি এমনভাবে খেলাব, যেন সে শেষ ১৫ থেকে ২০ মিনিটের জন্য মাঠে নেমে দলের সাফল্যে বড় ভূমিকা রাখতে পারে। ওর ভূমিকাটা থাকবে অনেকটাই “ইমপ্যাক্ট” খেলোয়াড়ের।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us