রাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার ঢাকার মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইমন হোসেন গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় মামলায় রিমান্ড শেষে আজ দুপুরে নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই মো. মাহাবুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে জামিনের আবেদন করেন নজরুল ইসলামের আইনজীবী। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকার প্রধান মহানগর হাকিম আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।