বিচ্ছিন্নতাবাদী–জামায়াতের সঙ্গে হাত মিলিয়েও কাশ্মীরে সুবিধা করতে পারল না বিজেপি

প্রথম আলো প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ১৪:৩২

অতিমাত্রায় জাটনির্ভরতা ও দলীয় কোন্দল হরিয়ানায় কংগ্রেসের বিস্ময়কর হারের কারণ। একই রকম শিক্ষা কংগ্রেস পেল জম্মু–কাশ্মীরেও। জম্মুতে বিজেপির প্রবল উপস্থিতির কারণে কংগ্রেস প্রায় ধুয়ে মুছে সাফ। ওই কেন্দ্রশাসিত অঞ্চলে যে ছয়টি আসন কংগ্রেস জিতেছে, তার কৃতিত্ব ন্যাশনাল কনফারেন্সের (এনসি)।


কীভাবে জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিতে হয়, হরিয়ানায় কংগ্রেস তা আরও একবার প্রমাণ করল। সাবেক মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার ওপর অতিমাত্রায় নির্ভর করা যে হারাকিরি হয়েছে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ভোটের পর নিশ্চয় তা অনুধাবন করতে পারছে। জাটদের অবিসংবাদিত এই নেতা ৯০টির মধ্যে ৭২ আসনে তাঁর পছন্দের প্রার্থী দিয়েছিলেন। তা করতে গিয়ে তিনি যেমন বিরূপ করেছেন দলিত নেত্রী কুমারী শৈলজাকে, তেমনই বিমুখ করেছেন রণদীপ সুরযেওয়ালা ও কিরণ চৌধুরীর মতো জাট নেতাদের, যাঁরা রাজ্য রাজনীতিতে হুডার অনুগামী নন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us