এই ৫ কারণে দাম্পত্যে ‘পিলো টক’ জরুরি

প্রথম আলো প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ১০:৫৬

‘পিলো টক’ হলো বিছানায় বা শোবার ঘরে স্বামী-স্ত্রীর মধ্যে কথোপকথন বা আলোচনা। সাধারণত এ ধরনের কথোপকথন হয় সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কের আগে অথবা পরে। যেখানে দুজনই মন খুলে কথা বলতে পারেন। অনেক সময় স্বামী–স্ত্রী দুজনই সারা দিন ব্যস্ত থাকেন। কর্মজীবী হলে তো আরও বেশি। ফলে দিন শেষে ওই রাতেই ঘুমাতে যাওয়ার সময় খানিকটা ফুরসত মেলে মন খুলে কথা বলার। তাই বিছানায় গা এলাতে না এলাতে ঘুমিয়ে না পড়ে সঙ্গীর সঙ্গে টুকটাক আলোচনাও দাম্পত্যের জন্য খুব ভালো। এমনই পাঁচটি উপকারিতার কথা জেনে নিন এখানে।


মজবুত দাম্পত্য
সাধারণত শারীরিক সম্পর্কের আগে–পরে মানুষ অনেক ফুরফুরে থাকে। এ সময় সঙ্গীর সঙ্গে আলাপ–আলোচনায় নিজেদের মধ্যে জড়তা থাকে না। নিজের মনের সব রকম কথাই সঙ্গীকে বলে ফেলা যায়। একসঙ্গে নিজেদের যাপিত জীবন নিয়ে আরও খোলামেলা আলাপ করা যায় এ সময়। তাই বিছানায় কিছুটা সময় সঙ্গীর সঙ্গে কথা বললে দাম্পত্য আরও মজবুত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us