পর্যটকশূন্য পাহাড়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

আজকের পত্রিকা প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৫১

চোর সন্দেহে পিটুনিতে এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে, তার রেশ এখনো রয়েছে। এর মধ্যেই ধর্ষণের অভিযোগে ১ অক্টোবর শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এতে মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক আরও বেড়েছে; যার প্রভাব পড়েছে পর্যটনশিল্পেও।


শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চার দিনের ছুটি থাকলেও হোটেল-মোটেলগুলোয় বুকিং নেই। পর্যটক না থাকায় রুমগুলোও ফাঁকা পড়ে আছে। অলস সময় কাটাচ্ছেন পর্যটনসংশ্লিষ্টরা।


স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সহিংসতা ও হামলার প্রতিবাদে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর তিন দিনের অবরোধে খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকেরা আটকে পড়েন। ২৪ সেপ্টেম্বর সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এতে খাগড়াছড়িও প্রায় পর্যটকশূন্য হয়ে পড়ে। সেই থেকে এখানে চলছে পর্যটনে খরা। এদিকে শহরের রেস্তোরাঁগুলোয় নেই বেচাবিক্রি। রেস্তোরাঁমালিকেরা জানান, পর্যটকশূন্যতায় তাঁদের প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকা লোকসান হচ্ছে। কর্মী কাটছাঁট করতে হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us