চুলের আর্দ্রতা বজায় রাখার পন্থা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ২৩:৩২

এমনকি প্রাকৃতিকভাবেই শুষ্ক চুলের আর্দ্রতা বজায় রাখা যায় কিছু কৌশল অবলম্বন করে।


আগা শুষ্ক হওয়া মানে চুল স্বাস্থ্যকর অবস্থায় নেই। এর থেকে চুল ভাঙা, আগা ফাটা, জট পাঁকাসহ নানান সমস্যা দেখা দেয়।


লস অ্যাঞ্জেলেস ভিত্তি কেশ পরিচর্যা বিশেষজ্ঞ মার্কুইটা লিঞ্চ এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “খড়ের মতো রুক্ষ শুষ্ক মনে হলে বুঝতে হবে চুল আর্দ্রতা হারাচ্ছে। এমনকি যতই তেল মাখা হোক দেখতে লাগবে অনুজ্জ্বল।”


এরমানে হল চুল ও মাথার ত্বকের আর্দ্রতা রক্ষা করতে হবে।



হালকা পণ্য ব্যবহার করা


প্রথমেই ‘ডিপ কন্ডিশনিং’ বা গরম তেল পদ্ধতি ব্যবহার না করে হালকা পদ্ধতি ব্যবহার করা উচিত।


লিঞ্চ বলেন, “যেখানে আর্দ্রতা নেই সেখানে সেটা আটকে রাখাতে পারবেন না। তাই গুরু্ত্বপূর্ণ হল এমন পণ্য ব্যবহার করা যা চুলে আর্দ্রতা ফিরিয়ে আনবে।”


আর্দ্রতা আটকে রাখতে তেল ও ক্রিম


ক্রিম-তেল নির্ভর পণ্য চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি কিউটিকল আটকে চকচকে ভাব আনতে পারে।


এই বিষয়ে মার্কিন কেশসজ্জাকর ক্লাইড হেগুড বলেন, “সব তেল সব চুলের জন্য উপযুক্ত না। সুন্দর চুলের জন্য প্রয়োজন হালকা তেল। যা ‍চুল ভারী করবে না।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us