প্যারিস অলিম্পিকে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভারতের মহারাষ্ট্রের স্বপ্নিল কুশলে। এরপর রাতারাতি বদলে যেতে থাকে এই ক্রীড়াবিদের জীবন। নিজ কর্মস্থলে ডাবল পদোন্নতি হয়।
এমনকী রাজ্য সরকারের তরফে আর্থিক পুরস্কারও দেওয়া হচ্ছে। এতকিছুর পরেও সন্তুষ্ট নন পদকজয়ী ক্রীড়াবিদের বাবা। আরও টাকা ও একটা ফ্ল্যাট দাবি করছেন তিনি।
পদক জয়ের পর কর্মস্থল রেল বিভাগে ডাবল প্রমোশন হয় স্বপ্নিলের। ট্রাভেলিং টিকিট এক্সামিনার থেকে অফিসার অন স্পেশাল ডিউটি হয়েছেন তিনি। মহারাষ্ট্র সরকার থেকে তাকে আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।