ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস হয়ে গেল। এই সময়ে নানা ভাঙাগড়ার মধ্য দিয়ে দেশ চলছে। বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরও অদল-বদল চলছে। কিন্তু যতটা দ্রুততার সঙ্গে পরিবর্তনগুলো হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন দেশের নাগরিকেরা।
এই মুহূর্তে ঢাকা নগরীর মানুষেরা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়। এর ছয় সপ্তাহের মাথায় সরিয়ে দেওয়া হয় কাউন্সিলরদেরও। নাগরিক সেবা সচল রাখতে ১৭ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার, যেখানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা রয়েছেন।