ইসরায়েলের প্রতিরক্ষানীতি হচ্ছে—তুমি তোমার শত্রুকে এমনভাবে আঘাত করো যা সে কল্পনাও করতে পারে না। বিশ্ব মানবিকতার প্রতি বুড়ো আঙুল দেখিয়ে গত সাত দশক ধরে সেই নীতিই মেনে চলছে ইসরায়েল। চলমান গাজা ও লেবানন যুদ্ধেও একই দৃশ্য দেখা যাচ্ছে।
আজ সোমবার গাজা যুদ্ধের এক বছর পূর্ণ হলো। নানা কারণে এই যুদ্ধ আধুনিক যুগের অন্য যেকোনো যুদ্ধের তুলনায় বেশি নৃশংস।
এ মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জাতি-গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। কিন্তু গাজা, তথা সমগ্র মধ্যপ্রাচ্যে 'ইসরায়েলি কায়দার যুদ্ধ' বা বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ যেন সহিংসতায় অন্য সব যুদ্ধকে ছাড়িয়ে গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয় গোটা বিশ্ব। ইসরায়েলের বিশ্বসেরা গোয়েন্দা সংস্থা, নজরদারি, স্যাটেলাইট ও প্রতিরক্ষা ব্যবস্থাকে অবজ্ঞা করে দেশটির দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ে হামাসের যোদ্ধারা। রকেট হামলার পাশাপাশি হ্যান্ড গ্লাইডার ও মোটরসাইকেলের মতো বাহন ব্যবহার করে তারা ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডে লিপ্ত হয়। সে হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি ও বিদেশি নাগরিক নিহত হন। হামাসের হাতে জিম্মি হন আরও প্রায় ২৫০ জন।
এই অভিযানকে হামাস 'অপারেশন আল-আকসা স্ট্রম' নামে আখ্যায়িত করে। ইহুদিদের একটি ছুটির দিনে এই হামলা চালায় হামাস।
সেদিনই প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।