আলোচিত বিদ্যুৎ প্রকল্প রূপপুরের ঋণ ও সুদ পরিশোধ নিয়ে রাশিয়ার সঙ্গে জটিলতা বিকল্পভাবে সুরাহার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ; পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বকেয়া অর্থ এতদিন সরাসরি পাঠাতে না পেরে এখন চীনের মাধ্যমে সেই উপায় খোঁজা হচ্ছে।
দেশের সবচেয়ে বড় এ প্রকল্পের জন্য নেওয়া বিপুল ঋণের সুদের অর্থ পাঠানোর চেষ্টার মধ্যেই বাংলাদেশের তরফে ঋণের আসল পরিশোধের সময় বাড়ানোর চেষ্টা চলে। তবে রাশিয়া এ প্রস্তাবে সাড়া না দিয়ে সুদের অর্থ পরিশোধে তাগাদা দেয়।
এ নিয়ে উভয় পক্ষে টানাপোড়নের মধ্যে চলমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজে জটিলতা এড়াতে এখন বাংলাদেশ ব্যাংকের সামনে সুদের অর্থ পাঠাতে বিশেষ বিকল্প ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় ছিল না।