অনেক সময় বই, লেখা বা নথির পৃষ্ঠার নিচে পাদটীকা বা ফুটনোটের প্রয়োজন হতে পারে। বিশেষ করে লেখার উৎস বা সূত্রগুলো গুছিয়ে রাখার বেলায় এটি দরকার হয়।
কোনো নথি লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করলে সেখানে ফুটনোট যোগ করার একটি বিশেষ ফিচার রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবেই নথিতে ফুটনোট যোগ করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে ওয়ার্ড ফাইলে ফুটনোট যোগ করবেন।