শরীরে কোনও রোগ বাসা বাঁধল কি না, তার ইঙ্গিত দিতে পারে নখ! কী ভাবে?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ২১:৩৩

একটা বয়সের পর শরীরে বিভিন্ন উপাদানে হেরফের হতে পারে। যার ফলে নখের মান খারাপ হয়। পাশাপাশি, সারা দিন ধরে জলের কাজ করলেও নখ ভঙ্গুর হয়ে যায়। অনেকেই বলেন, নখ দেখে শরীরের ভাল-মন্দ বোঝা যায়। চিকিৎসকেরাও এই বিষয়ে সহমত। তাঁদের বক্তব্য, নখ ফ্যাকাসে কিংবা ভঙ্গুর হয়ে যাওয়ার পিছনে শারীরিক কোনও সমস্যা থাকতে পারে।


শরীরে অসঙ্গতি দেখা দিলে নখে কী ধরনের লক্ষণ প্রকাশ পায়?


১) অল্পতেই নখ ভেঙে যায়? সারা ক্ষণ জলের কাজ করলে এমন সমস্যা দেখা দিতে পারে। অপুষ্টিজনিত সমস্যাতেও এমন লক্ষণ প্রকাশ পায়। তবে শরীরে থাইরয়েড হরমোন বা আয়রনের ঘাটতি হলেও নখ ভঙ্গুর হয়ে যেতে পারে।


২) নখ থেকে পাতলা চামড়ার মতো খোসা উঠছে? যদি নখের উপর কৃত্রিম কারুকাজ বা এক্সটেনশন করিয়ে থাকেন, তা হলে এমনটা হওয়া স্বাভাবিক। এ ছাড়া খরজলে দীর্ঘ ক্ষণ হাত ডুবিয়ে রাখলেও নখের উপরের স্তর উঠতে শুরু করে। শরীরে আয়রনের ঘাটতি থাকলে অনেক সময়ে এমনটা নয়।


৩) অনেক সময়ে নখে হাত দিলে বোঝা যায়, তা ঢেউ খেলানো। নখে মসৃণতার অভাব রয়েছে। কারও কারও নখে লম্বালম্বি বা আড়াআড়ি দাগও থাকে। কিডনির সমস্যা থাকলে অনেক সময়ে এই ধরনের লক্ষণ প্রকাশ পায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us