দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই, মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের পত্রিকা প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ২০:০৫

আসন্ন দুর্গাপূজায় মণ্ডপে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, দুর্গাপূজা এবার ভালোভাবে, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। 


আজ রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রী শ্রী রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 


জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজামণ্ডপে নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আট দফা নির্দেশনা মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো ঘটনা ঘটলে তথ্য তাৎক্ষণিকভাবে যেন পাওয়া যায়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মাধ্যমে সেই ব্যবস্থাও করা হয়েছে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us