‘আমার মরা বাবারে কেমনে আসামি করল তারা’

প্রথম আলো প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ২০:০৪

হত্যা মামলায় আসামির তালিকায় নিজের বাবার নাম দেখে শ্যামলী আক্তার বলছিলেন, ‘আমার মরা বাবারে কেমনে আসামি করল তারা। আমার বাবা মারা গেছে। ওনার নামে মামলা হওয়ারই কথা না। ওরা জানার পরও মিথ্যা মামলা দিল। ঘটনার দিন তো আমার বাবা বাড়িতে ছিলেন, কোথাও যাননি। মৃত্যুর কয়েক দিন আগে আমার বাবা আমাকে বলছিলেন তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা হইতে পারে। পরিস্থিতি ভালো না। বাবা আশঙ্কাই সত্যি হইল।’


শ্যামলী গাজীপুরের শ্রীপুর থানায় করা একটি হত্যা মামলায় আসামি মো. কালা মিয়া ওরফে কালাম মিয়ার (৫৫) মেয়ে। গত শুক্রবার শ্রীপুর থানায় মামলাটি করা হয়। কালা মিয়া উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের শহর আলীর ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। স্বজনদের দাবি, গত ২৫ সেপ্টেম্বর মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান কালা মিয়া। ওই মামলায় নামীয় আসামি ২২৭ জন। এ ছাড়া অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার ১৭০ নম্বর আসামি করা হয়েছে কালা মিয়াকে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us