পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধে ছয় সেনা ও আট বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, নিহতদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলী শওকতও রয়েছেন।
শনিবরা (৫ অক্টোবর) পাকিস্তানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় শুক্রবার রাতে এই সংঘর্ষ হয়। সেনা অভিযানে ছয় বিদ্রোহী নিহত হন।
এছাড়া, একই প্রদেশের স্বাত জেলায় আরেকটি পৃথক অভিযানে দুই বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে একজন সম্প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের গাড়িবহরে হামলায় জড়িত ছিলেন বলে জানানো হয়েছে।