চিকিৎসাক্ষেত্রে কিছু হতাশার চিত্র

যুগান্তর ড. মুহাম্মদ ইসমাইল হোসেন প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ১০:৪২

১৭ কোটি মানুষের এ দেশে এখন পর্যন্ত চিকিৎসাব্যবস্থা সন্তোষজনক নয়। দেশের সাধারণ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা বলতে যা পান, বর্তমান বিশ্বের গড় চিকিৎসাব্যবস্থার সঙ্গে তুলনা করলে তা হতাশাজনক। একেকটি সরকারি হাসপাতালের দিকে তাকালেই সে কথাটির প্রমাণ মেলে; প্রতিদিন আগত রোগীর সংখ্যার সঙ্গে সেখানকার ডাক্তার, নার্সসহ আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে দেখলেই বোঝা যায় রোগীরা কীভাবে কতটুকু চিকিৎসা সুবিধা পান।


সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেসব রোগী চিকিৎসা পেতে আসেন, সেই অনুপাতে ডাক্তার না থাকায় বা প্রয়োজনীয় ওষুধপত্র না পাওয়ায় আগত অধিকাংশ রোগীই হতাশ হয়ে পড়েন এবং আশপাশে থাকা দালাল চক্রের খপ্পরে পড়ে প্রাইভেট ক্লিনিকে যেতে বাধ্য হন। আর মফস্বল শহরের সরকারি হাসপাতালগুলোয় তো এটা একটা পাকাপোক্ত রীতি হয়ে দাঁড়িয়েছে। কারণ, সরকারি হাসপাতালের প্রায় প্রত্যেক ডাক্তারই হাসপাতালের চেয়ে প্রাইভেট ক্লিনিকে বেশি সময় ও মনোযোগ দিয়ে থাকেন। আবার এ শ্রেণির ডাক্তারদের অনেকেই সরকারি হাসপাতালের আশপাশেই নিজেদের মালিকাধীন ক্লিনিক গড়ে তুলে সেখানে রমরমা ব্যবসা চালিয়ে যান। আর তাদের মনোনীত দালালরা সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে সেসব ক্লিনিকে নিয়ে যান এবং সে ক্ষেত্রে রোগীদের বোঝানো হয়, সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা পাওয়া যাবে না!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us