বাংলা ব্যান্ড সংগীতের সোনালি সময় ছিল সেই নব্বই দশক। তখন শ্রোতাদের ঝুলিতে থাকত বিভিন্ন ব্যান্ডের, বিভিন্ন অ্যালবামের ক্যাসেট। ফিতা টেনে গান শোনার সেসব মুহূর্তগুলো এই সময়ে স্মৃতি হয়ে থাকলেও এখনও শ্রোতাদের কাছে পুরোনো হয়নি সেই গানের শিল্পীরা।
নব্বই দশক ও তার পরবর্তী সময়ে দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে ব্যান্ডের গান। কনসার্টেও নিয়মিত হতে থাকে সেসব ব্যান্ডের শিল্পীরা। এখনও তাদের দাপট কম নয়; সংগীতে জনপ্রিয়তার শীর্ষে তারাই। বলা হচ্ছে জেমস, হাসান, মাইলসের মত কিছু ব্যান্ড-শিল্পীদের কথা। তাদের নিয়ে শ্রোতাদের জন্য আসছে সুসংবাদ।