পার্কিং থেকে চুরি হয়ে যায় ৫ কোটি টাকা দামের ব্র্যান্ড নিউ ২০২৩ মডেলের ফেরারি গাড়ি। সেই হারিয়ে যাওয়া গাড়ি খুঁজে দিয়েছে আইপড। ঘটনাটি আমেরিকার কানেক্টিকাটের গ্রিনউইচ শহরে এক মার্কিন যুবকের সঙ্গে ঘটে।
আমেরিকার কানেক্টিকাটের গ্রিনউইচ বেশ নিরিবিলি এক শহর। নিজের ব্র্যান্ড নিউ গাড়িটি পার্ক করার সময় ওই যুবক কোনোভাবেই টের পাননি কী ঘটতে চলেছে। আচমকাই গাড়ি নিয়ে উধাও হয়ে যায় চোর। পরে তার গাড়ি কীভাবে উদ্ধার করবেন তা ভাবতে গিয়ে দিশেহারা হয়ে যাচ্ছিলেন যুবক।