দেশের অর্থনীতি ক্রমান্বয়ে উন্নতি লাভ করছে। ১৯৮০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল মাত্র ২১৬ মার্কিন ডলার, ২০০০ সালে ছিল ৪১৩ মার্কিন ডলার এবং ২০২৩ সালে এসে মাথাপিছু আয়ের পরিমাণ হয় ২,৬২১ মার্কিন ডলার।
অর্থনীতির এ উন্নতিতে বেশি অবদান ছিল তৈরি পোশাকশিল্পের উন্নয়ন এবং প্রবাসীদের মাধ্যমে প্রেরিত রেমিট্যান্সের। ২০২২-২০২৩ অর্থবছরে তৈরি পোশাকের পণ্য রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং প্রবাসীদের মাধ্যমে বৈধ চ্যানেলে রেমিট্যান্স এসেছে প্রায় ২ লাখ ৬০ হাজার কোটি টাকা।