লেবাননে স্থল অভিযানে হিজবুল্লাহর বিনাশ নাকি ইসরায়েলেরই মরণফাঁদ

আজকের পত্রিকা প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৪, ১৬:৫১

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছিলেন, হিজবুল্লাহ যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে বৈরুত এবং দক্ষিণ লেবাননকে আরেক গাজায় পরিণত করা হবে। কিন্তু হিজবুল্লাহ নয়, নেতানিয়াহু নিজেই যুদ্ধ শুরু করে দিয়েছেন অঞ্চলটিতে। বিগত ১৮ বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়াল ইসরায়েল। 


দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহকে সরিয়ে দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলের ৬০ হাজার বাসিন্দাকে তাদের নিজ বাড়িতে ফেরত আনার জন্য ইসরায়েল যুদ্ধ শুরু করেছে। এ বিষয়ে নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের অস্তিত্বের জন্য লড়াই করছি। আমরা একত্র হয়ে আমাদের শত্রুদের পরাজিত করব।’ 


কিন্তু লেবাননের গভীরে ব্যাপক অভিযান চালানো ছাড়া ইসরায়েল কীভাবে এই লক্ষ্য অর্জন করবে তা নিশ্চিত নয়। যদিও ইসরায়েল বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের দাবি করেছে, কিন্তু বিশ্লেষকদের আশঙ্কা সামগ্রিকভাবে ইসরায়েল হিজবুল্লাহর কাছ থেকে ২০০৬ সালের চেয়েও বড় ধাক্কা খাবে। সেবার ইসরায়েল মাঝপথে যুদ্ধ বন্ধ করে লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছিল। 



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us