ভোর হতেই বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলা, নিহত ৬

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৪, ১০:০৪

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল আজ বৃহস্পতিবার ভোরে কেন্দ্রীয় বৈরুতে বোমা হামলা করেছে। এ হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়। ইসরায়েল বলেছে, তারা বৈরুতে একটি সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়েছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা একটি বিশাল বিস্ফোরণ শোনার কথা জানিয়েছেন।


এ ছাড়া একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় বৈরুতের বাচৌরা পার্লামেন্টের কাছাকাছি একটি ভবনকে লক্ষ্যবস্তু করা হয়।


লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অন্তত ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন। লেবাননের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে প্রচারিত একটি ছবিতে (যা রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি) ক্ষতিগ্রস্থ ভবনে আগুন জ্বলতে দেখা যায়। লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ উপশহর দাহিয়েহ-তে আঘাত হেনেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us