মহালয়ার সাজ-পোশাক কেমন হবে?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ২০:০৯

সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহালয়ার গুরুত্ব অনেক। এদিন সবাই লাল-সাদা পোশাকে অনাড়ম্বরপূর্ণ সাজে নিজেদেরকে সাজান। এক্ষেত্রে নারীদের বিশেষ পছন্দের লাল-সাদা শাড়ি আর পুরুষের পরনে পাঞ্জাবি, ফতুয়া ও ধুতি বা পাজামা বিশেষ নজর কাড়ে। ছোট শিশুরাও সেজে ওঠে বাহারি সাজ ও পোশাকে। আজ মহলয়ায় আপনি কীভাবে সাজবেন, চলুন জেনে নেওয়া যাক-


শাড়িতে হয়ে উঠুন অনন্যা


বাঙালি নারী শাড়িতেই বেশি সুন্দর ও আকর্ষণীয়। আর মহালয়ার দিনে শাড়ি ছাড়া অন্য পোশাক পরতে তেমন পছন্দও করেন না নারীরা। তাই এদিন আপনি পছন্দ অনুযায়ী শাড়ি পরতে পারেন। সাদা শাড়ি লাল পাড়া পরতে পারেন। এক্ষেত্রে জামদানিতে আপনি হয়ে উঠতে পারেন অনন্যা।



সাজে থাকুক স্নিগ্ধভাব


গরম ও বৃষ্টির দিন মাথার রেখে তবেই সম্পন্ন করুন আপনার সাজ। এক্ষেত্রে সামান্য মেকআপ করুন। তবে বিকেলের সাজে রাখুন স্নিগ্ধভাব। এতে ঘামলেও সাজ তেমন গলবে না, আবার দেখতেও সতেজ লাগবে। আর রাতের সাজে ভারি মেকআপ করতে পারেন। এতে বেশ আকর্ষণীয় দেখাবে। অবশ্যই লাল লিপস্টিক লাগান ঠোঁটে, আর কপালে লার টিপ পরতে ভুলবেন না যেন!


ঝুমকা-চুড়ির সঙ্গে পরুন হালকা গয়না


গরমে অতিরিক্ত জুয়েলারি না পরে হালকা গয়না গলায় পরুন। তবে অবশ্যই কানে ভারি ঝুমকা পরুন ও হাতভর্তি চুড়ি পরুন। এতে আপনাকে অতুলনীয় দেখাবে। যদি সোনার গয়না না পরতে চান তাহলে অক্সিডাইজ গয়না পরতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us