ক্রিকেটকে আরও সূক্ষ্ম ও রোমাঞ্চকর প্রতিযোগিতায় পরিণত করার জন্য নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার দেখা যায়। তেমনই একটি নতুন পদ্ধতি দেখা যাবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় আইসিসির প্রথম কোনো ইভেন্ট হিসেবে ‘স্মার্ট রিপ্লে’ পদ্ধতি দেখা যাবে। যার জন্য ম্যাচের ভেন্যুতে ন্যূনতম ২৮টি ক্যামেরা সক্রিয় থাকবে।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল ৩ অক্টোবর থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল বাংলাদেশে। পরে রাজনৈতিক পালাবদলের পর সৃষ্ট পরিস্থিতিতে সেটি মধ্যপ্রাচ্যের দেশটিতে সরিয়ে নেওয়া হয়। এবারের টুর্নামেন্টটি দিয়ে মেয়েদের ক্রিকেট নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। যেখানে ছেলেদের সমান অর্থ পুরস্কার রেখেছে আইসিসি। মেয়েদের গত টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় এবার মোট প্রাইজমানি তিন গুণেরও বেশি বাড়িয়ে ৭.৯৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে।