ডলারের দাম বাড়ার পাশাপাশি আমদানিতে কড়াকড়ি আরোপ করায় অনেক ব্যবসায়ীর পণ্য ও কাঁচামাল আমদানি ব্যাঘাত ঘটেছে। এতে তারা সময়মতো ঋণ পরিশোধ করতে পারছেন না বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর রিয়াজ।
মাসরুর রিয়াজ বলেন, গত আড়াই বছরে ডলারের অবমূল্যায়ন হয়েছে প্রায় ৩৭ শতাংশ। তার সঙ্গে আমদানিতে অনেক ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে।