ক্ষমতায় মত্ত ইসরায়েল অনন্ত যুদ্ধের দরজা খুলে দিয়েছে

প্রথম আলো লুবনা মাসারওয়া প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ১১:৪৪

হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পর ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো উচ্ছ্বাস প্রকাশ করেছে। চ্যানেল ১২-এর ‘মিট দ্য প্রেস’-এ সাংবাদিক আমিত সেগাল ও বেন ক্যাসপিট আরাকের (মধ্যপ্রাচ্যের একধরনের পানীয়) গ্লাস তুলে নাসরুল্লাহর মৃত্যুকে উদ্‌যাপন করেছেন।


বামপন্থীদের টেলিভিশন চ্যানেল ১৩-এর সাংবাদিক পাজ রবিনসন কারমিয়েল শহরে চকলেট বিতরণ করেছেন।


চ্যানেল ১৪-এর প্রধান অনুষ্ঠান ‘দ্য প্যাট্রিয়টস’ উপস্থাপক ইয়িনন মাগালের নেতৃত্বে গান ও উৎসবের মাধ্যমে শুরু করা হয়। সাংবাদিক ইয়নেতে নাদাভ ইয়াল লিখেছেন, ‘(নাসরুল্লাহর) হত্যাকাণ্ডটি একটি আঞ্চলিক ঐতিহাসিক ঘটনার মধ্যে পড়ে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us