অর্থ পাচারের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হলেও তাতে বিশেষ সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
বিভিন্ন সংস্থার প্রতিবেদনে বিগত সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে অর্থ পাচার নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইসহ বিভিন্ন সংস্থার সহযোগিতা পেতে দফায় দফায় বৈঠক করছে দুদক। সেই ধারাবাহিকতায় বেলা ১১টায় দুদকের চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘দেশ থেকে অর্থ পাচার করেছে এমন অভিযোগে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের তথ্য চেয়ে আমরা এ পর্যন্ত ৭১টি এমএলএআর পাঠিয়েছি, দুঃখজনক হলেও সত্য, আমরা এখন পর্যন্ত মাত্র ২৭টি চিঠির উত্তর পেয়েছি। বৈঠকে এসব বিষয় আমরা ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করেছি।’