১২ স্ত্রী, ১০২ সন্তান নিয়ে বিশ্বের সবচেয়ে বড় পরিবার তার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ২২:৪৪

শুনতে অবাক লাগলেও উগান্ডার মুসা হাসিয়া কাসেরার পরিবারের সংখ্যা ৭০০-এর বেশি। তার বয়স ৬৭। স্ত্রীর সংখ্যা ১২, রয়েছে ১০২-এর বেশি সন্তান৷ নাতি নাতনিদের সংখ্যা ৫০০-এরও বেশি। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পরিবার মুসা হাসিয়ার।


আমাদের দেশে যৌথ পরিবার আজকাল দেখাই যায় না। সেখানে উগান্ডার মুসা হাসিয়ার এই বড় পরিবার একটি নজির সৃষ্টি করেছে বটে। মুসার পরিবারের সব সদস্যের ছবি এক ফ্রেমে নেওয়া কঠিন। এমনকি তিনি সবাইকে চেনেন তেমনটাও নয়।


বিবিসি-এর তথ্য অনুসারে, বিশ্বের সবচেয়ে বড় পরিবার এতদিন ছিল ভারতে৷ মিজোরামের জিওনা চানা পরিবার। ২০২১ সালে ৭৬ বছর বয়সে জিওনা মারা যান। তার ৩৯ জন স্ত্রী, ৯৪ জন সন্তান ছিল। শত শত নাতি-নাতনি রেখে গিয়েছেন তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us