বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হয়তো বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট কিংবা সাধারণ সমর্থকদের কেউই দেখেননি। কিন্তু পাকিস্তান সিরিজের পর এমন কিছু মনের কোণে উঁকি দিলেও অস্বাভাবিক নয়। সেখানে প্রথমবার সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চারে উঠেছিল টাইগাররা। শাস্তি স্বরূপ পয়েন্ট না খোয়ালে তাদের অবস্থান হতো তিনে। এবার ভারতের কাছে একই ব্যবধানে হেরে বাংলাদেশ উল্টো (পেছনে) লাফ দিয়েছে।
কানপুরে ন্যূনতম লড়াই দেখানো তো দূরের কথা, উল্টো মাত্র দুইদিনের টেস্টে বড় ব্যবধানে হেরে বসেছে নাজমুল হোসেন শান্ত’র দল। বৃষ্টি ও মাঠের পানি নিষ্কাশনজনির দুর্বলতার কারণে দুই দিন কোনো খেলাই হয়নি। এর আগে প্রথমদিন হয়েছে কেবল ৩৫ ওভার। এরপর শেষ দুই দিনে ভারতের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে টাইগাররা। মাত্র ৯৫ রানের টার্গেট দিয়ে তারা ৭ উইকেটে হেরেছে।