‘গণহত্যার বিচারের আগে আ.লীগ ও জাপার রাজনীতি জনগণ মেনে নেবে না’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ১৯:৫৮

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, জনগণ এ মুহূর্তে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চায়। গণহত্যার বিচার হওয়ার আগে তাদের কোনো রাজনীতি দেশের জনগণ মেনে নেবে না।


মঙ্গলবার (১ অক্টোবর) বিজয়নগরে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কর্তৃক লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও যুদ্ধে মানবিক বিপর্যয়ের শিকার হাজার হাজার বাংলাদেশি প্রবাসী কর্মীদের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ ও স্পেশাল ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।


মানববন্ধনে রাশেদ খাঁন বলেন, লেবাননে অবস্থানরত দখলদার ইসরায়েলের দ্বারা মানবিক বিপর্যয়ের শিকার প্রবাসীদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে। আমরা চাই আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাক। প্রবাসীরা দেশের সম্পদ। তারা কেন ভোট দিতে পারবে না। এছাড়া প্রবাসীদের মরদেহ সরকারি খরচে ফিরিয়ে আনাসহ বিদেশে জনশক্তি রপ্তানিতে দালাল, এজেন্সির দৌরাত্ম বন্ধ করে সরকারিভাবে পাঠানোর উদ্যোগ নিতে হবে। এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি করা যাবে না, তাদেরকে স্যালুট দিতে হবে। গণঅভ্যুত্থান প্রবাসীরা রেমিট্যান্স শাট ডাউন না করলে আ.লীগ সরকারের পতন হতো না। আমি ড. ইউনূসকে ধন্যবাদ দেব যে, তিনি মধ্যপ্রাচ্যে আটক হওয়ার ৫৭ জন প্রবাসীকে মুক্ত করেছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us