সমন্বয় কমিটি বাতিলের যৌক্তিকতা কী

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ১০:০৩

১৩ দিনের মাথায় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি বাতিল করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। মহলবিশেষের আপত্তিতে যদি সরকার এই সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে সেটি অত্যন্ত খারাপ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। সরকারের সক্ষমতাও সে ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়বে। এই সরকারকে অনেক বড় বড় রাষ্ট্রীয় সংস্কারের কাজ করতে হবে এবং জনগণ সেটাই প্রত্যাশা করে। এখন পাঠ্যক্রম সংশোধন ও পরিমার্জন কাজ দেখাশোনার জন্য একটি কমিটি গঠন করে যদি তা টিকিয়ে রাখা না যায়, তবে তা জনগণের মধ্যে হতাশা তৈরি করবে। 


এ বিষয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ যে ব্যাখ্যা দিয়েছেন, তাকে গ্রহণ করা কঠিন। তিনি বলেছেন, এটা অনানুষ্ঠানিক কমিটি, ভুলবশত প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। সমন্বয় কমিটি নিয়ে কেন এই লুকোছাপা? উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন-পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে ১০ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us