নতুন রাজনীতি ও বিএনপির চ্যালেঞ্জ

যুগান্তর প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪

রাজনীতি রং বদলায়। কখনো সময়ের ব্যবধানে, আবার কখনো বা ক্ষণে ক্ষণে। রাজনীতি-বিজ্ঞানের দীক্ষা যা-ই হোক, বাস্তবে রাজনীতি একই কক্ষপথে চলে কম। বাংলাদেশের ইতিহাসের বাঁকে বাঁকে তার প্রমাণ পাওয়া যায়। হেনরি ফোর্ডের একটি উক্তি স্মরণযোগ্য। তিনি বলেছেন-রাজনীতিকে সৎ রাখতে পারে একটি মাত্র উদ্দেশ্য, তা হলো দেশের এবং তার জনগণের জন্য ভালো কিছু করার উদ্দেশ্য। এ দেশ ও দেশের জনগণের কল্যাণের যে রাজনীতি, সেটি বাংলাদেশে অনুপস্থিত বহুকাল। আখের গোছানো আর জনগণকে জিম্মি করে গদি টেকানোর রাজনীতির চর্চাই দেখেছে এ দেশের দুর্ভাগা জনগণ।



গত ৫ আগস্টের অভূতপূর্ব গণবিপ্লবের পর রাজনীতি নতুন কক্ষপথে চলছে। দেড় দশকের নিপীড়ক শাসকগোষ্ঠী তীব্র গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতির সমীকরণেও চলছে বদলের হাওয়া। এ ক্ষেত্রে দেশি-বিদেশি ক্ষমতার নিয়ামক শক্তিগুলোর কৌতূহলি দৃষ্টি রয়েছে রাজনৈতিক শক্তিগুলোর দিকে। সে কারণেই হয়তো নতুন বাংলাদেশে সক্রিয় প্রধান রাজনৈতিক দলগুলো বেশ সতর্কভাবে পা ফেলছে। বিদ্বেষ আর হিংসা-হানাহানির রাজনীতির পরিবর্তে উদারতা, সহনশীলতা ও জনবান্ধব রাজনীতির বার্তা দেওয়ার চেষ্টা লক্ষ করা যাচ্ছে। এটি খুবই আশাব্যঞ্জক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us