দখলদার ইসরায়েলে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দেশটিতে বড় হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।
ইয়েমেনি সংবাদমাধ্যমে বলা হয়েছে, আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বন্দরনগরী হোদেইদাকে লক্ষ্য করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হোদেইদার একটি জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।
গত এক মাসে ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এরপরই দেশটির গুরুত্বপুর্ণ বন্দরনগরীতে হামলার ঘটনা ঘটল।