মধ্যপ্রাচ্য বদলে দেওয়া ১২ দিন

প্রথম আলো প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪১

ঘোরতর সংকটে মধ্যপ্রাচ্য। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের নৃশংসতা এখনো চলছে। এরই মধ্যে লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলে। এর মধ্য দিয়ে বড় পরিসরে যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে মধ্যপ্রাচ্য অঞ্চল।


মধ্যপ্রাচ্য বেশি উত্তপ্ত হয়েছে বলতে গেলে গত ১৭ সেপ্টেম্বর থেকে। এরপর থেকে ১২ দিনে এ অঞ্চলে বড় কিছু ঘটনা ঘটেছে। তাতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক চিত্রপটে বেশ কিছু পরিবর্তন এসেছে মধ্যপ্রাচ্যে। এই ১২ দিনে সেখানে কী কী ঘটেছে দেখে নেওয়া যাক—


১৭ ও ১৮ সেপ্টেম্বর: এই দুই দিনে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ব্যবহার করা হাজার হাজার পেজার (যোগাযোগের যন্ত্র) ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন অন্তত ৩৭ জন। আহত হন কয়েক হাজার মানুষ। এই বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে ধারণা হিজবুল্লাহ ও লেবানন সরকারের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us