দক্ষিণ এশিয়ায় ছেলেদের বয়সভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয় তার মধ্যে তিনটিতে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস আছে বাংলাদেশের। ২০১৫ সালে সাফ অনূর্ধ্ব-১৬, ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৫ ও এই বছর আগস্টে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা উদযাপন করেছে লাল-সবুজ জার্সিধারী যুবারা।
অতৃপ্তি রয়ে গেছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে। এই একটি টুর্নামেন্টেই বাংলাদেশের শিরোপা নেই। যদিও ২০২২ সালে একবারই আয়োজন করা হয়েছিল বয়সভিত্তিক ফুটবলের অনূর্ধ্ব-১৭ ক্যাটাগোরির প্রতিযোগিতা।
শ্রীলংকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারতের কাছে ২-১ গোলে হেরে। প্রতিযোগিতার দ্বিতীয় আসরে বাংলাদেশ উঠেছে ফাইনালে। সোমবার ভুটানের থিম্পুতে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ফাইনাল খেলবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ ও ভারত এক গ্রুপে থাকায় দুই দলের দেখা হয়েছে একবার। গ্রুপ লড়াইয়ে বাংলাদেশ হেরেছিল ভারতের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে।