মাস ছয়েক আগেই পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক পদে যোগ দিয়েছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তবে এরমধ্যেই পদত্যাগ করেছেন তিনি। 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রোববার সামাজিক যোগাযোগামাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পিসিবি থেকে সরে যাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন ইউসুফও। সাম্প্রতিক সময়ের বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের দল নির্বাচন নিয়ে কড়া সমালোচনা সইতে হয়েছে ইউসুফসহ পিসিবির নির্বাচক প্যানেলকে।
সামাজিকমাধ্যম এক্সে ইউসুফ লিখেছেন, 'ব্যক্তিগত কারণে পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করছি। দুর্দান্ত এই দলের সেবা করতে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের এবং পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও সাফল্যে অবদান রাখতে পারায় আমি গর্বিত। ক্রিকেটারদের তারুণ্য এবং উদ্দীপনায় আমার বিশ্বাস রয়েছে এবং তাদের মাধ্যমে দারুণ কিছু হোক এই প্রত্যাশা করছি।'