ইলেকট্রোলাইট ড্রিংকসসহ আরও ১৬ পণ্যে থাকতে হবে বিএসটিআইয়ের সনদ

আজকের পত্রিকা প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৩

ইলেকট্রোলাইট ড্রিংকসসহ আরও ১৬ পণ্যে থাকতে হবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ। 


আজ রোববার বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে ৪০তম কাউন্সিল সভায় ১৬টি পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।


পণ্যগুলো হলো ইলেকট্রোলাইট ড্রিংকস, প্রিন্টেড সিল্ক শাড়ি, ডিশ ওয়াশার্স, ওয়াশিং মেশিন, কিচেন মেশিনস, কিচেন হুডস, বেড ম্যাট্রেস, স্টেভিয়ল গ্লাইকোসাইডস, কাস্টার্ড পাউডার, ইভাপোরেটেড স্কিম মিল্ক অ্যান্ড ভেজিটেবল ফ্যাট, ইভাপোরেটেড মিল্কস, অ্যালুমিনিয়াম এলয় ফয়েল, উড প্লাস্টিক রিসাইকেল কম্পোজিটস, হাউজহোল্ড ইলেকট্রিক কুকিং অ্যাপ্লায়েন্স এবং জেল ইন্ক বল পেন অ্যান্ড রিফিলস।
 
বর্তমানে বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্যের সংখ্যা ২৯৯। আরও ১৬টি পণ্যের গেজেট হলে বাধ্যতামূলক পণ্যের সংখ্যা দাঁড়াবে ৩১৫।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us