উড়তে থাকা দল আচমকাই ভূপাতিত। অসাধারণ খেলতে থাকা বার্সেলোনা খেই হারাল হঠাৎ। ওসাসুনার মাঠে তারা হেরে গেল পরিষ্কার ব্যবধানে। এই পরাজয়ের হতাশা তো আছেই, হান্সি ফ্লিকের আরও বেশি খারাপ লেগেছে হারের ধরনের। চার গোল হজম করাটা মানতে কষ্ট হচ্ছে বার্সেলোনা কোচের। দায় অবশ্য নিজের কাঁধে নিচ্ছেন তিনি।
নতুন কোচের কোচিংয়ে টানা সাত জয়ে লিগ শুরু করা বার্সেলোনা হেরে গেল অষ্টম ম্যাচে। লা লিগায় শীর্ষে থাকা শনিবার কাতালান ক্লাবটিকে শনিবার ৪-২ গোলে হারায় ওসাসুনা।
শুধু একের পর এক জয় দিয়েই নয়, খেলার ধরনেও এবার মৌসুমের শুরু থেকেই নজর কেড়ছে বার্সেলোনা। আগ্রাসী ও প্রাণবন্দ ফুটবল উপহার দিয়ে লিগের প্রথম সাত ম্যচে গোল করেছে ২৩টি। কিন্তু এই ম্যাচে তারা সেই কার্যকারিতা দেখাতে পারেনি। ম্যাচের স্রেফ ২৫ শতাংশ সময় বল পায়ে রেখেই চার গোল আদায় করে নেয় ওসাসুনা।