মেকআপ করলেই হল না, ত্বক ভাল রাখতে কোন কোন অভ্যাস বর্জন করতে হবে?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:০২

ত্বকের খুঁত বেমালুম ঢেকে দিতে পারে দক্ষ হাতের রূপটান। কিন্তু মেকআপে আপনি দড় হোন বা না হোন, কয়েকটি ভুলে তা শুধু সাজ মাটি নয়, ত্বকের ক্ষতিও হতে পারে। মেকআপের সঙ্গে কিন্তু ত্বকের স্বাস্থ্যের বিষয়টিও জড়িত। অথচ অনেকেই সেই দিকটি খেয়াল করেন না। মেকআপ করার আগে বা পরে কোন দিকগুলি খেয়াল করা দরকার?


পরিচ্ছন্নতা


কর্মক্ষেত্র হোক বা বন্ধুদের সঙ্গে বেরোনো, হালকা মেকআপের ছোঁয়া ত্বকের খুঁত ঢেকে দেয়। আর মেকআপের জন্য যেমন প্রসাধনী দরকার, তেমনই দরকার তুলি ও ব্লেন্ডার। ব্লাশ হোক বা আইশ্যাডো, প্রতিটি জিনিস ব্যবহারেই নানা রকম তুলির দরকার পড়ে। কিন্তু, সেই তুলি বা ব্লেন্ডার আদৌ পরিষ্কার করেন কি? একই তুলি দিয়ে রোজ সাজগোজ করছেন। এ থেকে ত্বকে সংক্রমণ ঘটতে পারে। তাই সপ্তাহে এক দিন সাবানজলে তুলি পরিষ্কার করে রোদে শুকিয়ে নিন। বিশেষত তৈলাক্ত ত্বক যাঁদের, তাঁদের এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।


অন্যকে ব্যবহার করতে দেওয়া


ফেস পাউডার থেকে লিপস্টিক, কাজল অনেক সময়েই এক জনেরটা অন্য জন ব্যবহার করেন। অনেক সময় কর্মক্ষেত্রে বা অনুষ্ঠান বাড়িতে অন্য কেউ মেকআপ ব্যবহার করতে চাইলে না বলা যায় না। কিন্তু এটিও ত্বকের জন্য ভাল নয়। বিশেষত, পাউডার, তুলি, লিপস্টিক, কাজল ভাগ করে নেওয়া। কারও ত্বকে কোনও সমস্যা থাকলে, তা কিন্তু ওই মেকআপের তুলি, ব্লেন্ডার, কাজল পেনসিল, লিপস্টিকের মাধ্যমে ছড়াতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us