ভোমরা শুল্ক স্টেশনে রপ্তানি বেড়েছে পৌনে ৩০০ কোটি টাকা

যুগান্তর প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:০০

ভারতের কলকাতার সঙ্গে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দূরুত্ব কম। আর এ শুল্ক স্টেশনে এ বছর আমদানি কমছে, বেড়েছে রপ্তানি; সেই সঙ্গে বেড়েছে রাজস্ব আদায়। ফলে গত অর্থবছরের চেয়ে রাজস্ব আদায় বেড়েছে পৌনে ৩০০ কোটি টাকা। 


দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করার কারণে ২০২৩-২০২৪ অর্থবছরে ৯০৭.৫৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যেখানে ৬ লাখ ৫৪ হাজার ৮৯৩ মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছিল; কিন্তু তারপরও রাজস্ব আদায় বেড়েছে ২৭৫.৮৬ কোটি টাকা; যার প্রবৃদ্ধির হার ৪৩.৬৭ শতাংশ। 


দিন দিন রাজস্ব বৃদ্ধির কারণে এ বন্দরে আবার চক্রান্ত শুরু হয়েছে। পার্শ্ববর্তী বেনাপেল বন্দরের একটি কুচক্রীমহল সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে অস্থিরতা ও ব্যবসা-বাণিজ্য প্রসারে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য বিভিন্ন দপ্তরে ভুল তথ্য উপস্থাপন করে ভোমরা বন্দর ও বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us