আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের চড়া দামের মাঝে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে ডাকা দরপত্রে আশানুরূপ সাড়া না পাওয়ায় আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছ। এবার সাড়া পাওয়া যেতে পারে বলে আশা করছে পেট্রোবাংলা।
গত ৮ মে এক সেমিনারে পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছিল— ৭টি কোম্পানি দরপত্র কিনেছে। যদিও পেট্রেবাংলা ৫০টির বেশি কোম্পানির কাছে নিজস্ব উদ্যোগে ইমেল করে দরপত্রে অংশ নেওয়া আহ্বান জানিয়েছিল বলে দাবি করে। একইসঙ্গে আন্তর্জাতিক এসব কোম্পানির সঙ্গে যোগাযোগ করার জন্য ওই সব দেশের রাষ্ট্রদূতদের আহ্বান করা হয়। এরপরও আশা জাগানো সাড়া পায়নি বাংলাদেশ।
সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গোপসাগরের মিয়ানমার এবং ভারত অংশে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলন জোরদার করেছে দেশ দুটি। বাংলাদেশ সেই হিসাবে পিছিয়ে রয়েছে। উপরন্তু, বাংলাদেশ ছেড়েছে মার্কিন কোম্পানি কনোকো ফিলিপস এবং কোরিয়ান কোম্পানি পোসকো দাইয়ু।