কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে খেলা দেখতে গেলে দর্শক, খেলোয়াড় ও ক্যামেরাম্যানদের পোহাতে হয় বাড়তি ঝামেলা। দর্শকদের জ্বালাতন করেন স্টেডিয়ামের পেছনের গাছ বেয়ে গ্যালারিতে প্রবেশ করা এক ঝাঁক বানর। নিয়ে যায় দর্শকদের বোতল, এমনকি মোবাইল ফোনও। নানান কর্মকাণ্ডে খেলোয়াড়দেরও নজর কাড়েন এবং বিরক্ত করেন। এছাড়া ক্যামেরাম্যান আর টেলিভিশন ক্রুদের খাবার নিয়েও পালিয়ে যায় বানরের দল।
বানরের এসব উৎপাত থেকে রক্ষা পেতে এবার অভিনব কৌশল অবলম্বন করেছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বানরদের তাড়াতে তারা ভাড়া করেছে ল্যাঙ্গুর (অন্য প্রজাতির বড় বানর)। বিষয়টা যেন কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অবস্থা।