সম্প্রতি শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল। দ্বিতীয় দফায় ৫৭ শতাংশ ভোট পেয়ে দেশটির রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন বামপন্থী দল জনতা ভিমুক্তি পেরামুনা (জেভিপি) মোর্চার প্রার্থী অনুড়া কুমারা দিশানায়েকে। শ্রীলঙ্কার এই নির্বাচনটি তিনটি কারণে গুরুত্বপূর্ণ।
এক, ২০২২ সালে শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক সংকটের পরে এটাই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। দুই, সেই সংকট উত্তরণের জন্য কৃচ্ছ্রসাধন কর্মসূচির ওপরে এই নির্বাচন আদতে ছিল একটি গণভোট। তিন, সাম্প্রতিক নির্বাচনে শ্রীলঙ্কার অর্থনীতিই ভোটদাতাদের কাছে মুখ্য বিষয়। বলা প্রয়োজন যে বিগত বছরগুলোর বাস্তবতার পরিপ্রেক্ষিতে জেভিপি তাদের আগেকার চরম অবস্থান থেকে অনেকটা সরে এসে বর্তমান সময়ে নমনীয় একটি দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে।