সিআইবি রিপোর্ট বদলাতে পারবে না ব্যাংকগুলো

আজকের পত্রিকা প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯

ঋণখেলাপিদের ধরতে কঠোর হচ্ছেন গভর্নর। এ জন্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য ধরেই আগানোর চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এ ক্ষেত্রে রয়ে গেছে একটি বিপত্তি। তা হলো, বাণিজ্যিক ব্যাংকগুলোর সিআইবিতে সরাসরি তথ্য আপলোডের ক্ষমতা। সিআইবির ড্যাশবোর্ডে সরাসরি তথ্য আপলোড করার সুযোগ থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চাইলেই কোনো গ্রাহকের খেলাপি ঋণের তথ্য গোপন করতে পারে। এ কারণে সিআইবিতে বাণিজ্যিক ব্যাংকের সরাসরি তথ্য দেওয়ার ক্ষমতা খর্ব করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


সিআইবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, খেলাপিদের ধরতে কঠোর নির্দেশনা রয়েছে গভর্নরের। তবে সিআইবিতে অনেক ব্যাংক খেলাপি ঋণকে নিয়মিত দেখানোর কৌশল করেছে। এ জন্য বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে সিআইবির ড্যাশবোর্ডে সরাসরি তথ্য আপলোডের ক্ষমতা কেড়ে নেওয়া হবে। এ নিয়ে কাজ চলমান রয়েছে। এরপর খেলাপি আদায়ের মহাপরিকল্পনা অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে। আগামী ডিসেম্বরে বাণিজ্যিক ব্যাংকের কাছে সিআইবির তথ্য হালনাগাদের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতে ফিরতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us