দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে রপ্তানি করা ইলিশের প্রথম চালান ভারতে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের পেট্রাপোল বা হরিদাসপুর সীমান্তে পৌঁছায় ইলিশের এ চালান। আগামীকাল শুক্রবার থেকে কলকাতার বাজারে এই ইলিশ হাতে পেতে পারেন ক্রেতারা।
কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ইলিশবোঝাই ট্রাক বেনাপোল সীমান্ত পার হয়ে হরিদাসপুর সীমান্তে ঢুকেছে। এখন সেখানে শুল্ক–সংক্রান্ত কাজ হচ্ছে। রাতেই এই ইলিশ হাওড়া, শিয়ালদহ, পাতিপুকুর ও শিলিগুড়ির পাইকারি বাজারে ঢুকবে। কাল কলকাতার বিভিন্ন বাজারে মিলবে এই ইলিশ।
২১ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী এ বছর ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানি করা হবে। এ ইলিশ ভারতে যাবে ১২ অক্টোবর পর্যন্ত। আনোয়ার মকসুদ বলেন, বৃহস্পতিবার ছয়টি ট্রাকে ৩০ থেকে ৪০ টন ইলিশ ঢোকার কথা। শুক্রবারে বাংলাদেশ থেকে ইলিশ আসবে না। পরদিন শনিবার থেকে আবার আমদানি শুরু হবে।