জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের নানা প্রান্তের হিমবাহ ও বরফখণ্ডের পুরুত্ব কমছে। সমুদ্রে ভাসমান অনেক বরফখণ্ড ও হিমশৈল গলে যাচ্ছে। রাতের আঁধারে গায়েব হয়ে যাচ্ছে অনেক বরফটুকরো। অ্যান্টার্কটিক অঞ্চলের বিভিন্ন হিমবাহকে গলে যাওয়ার হাত থেকে রক্ষায় কাজ করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা আর্কটিক সমুদ্রের বরফকে ঘন মানে মোটাতাজা করার একটি উপায় খুঁজে পেয়েছেন। আর্কটিক বরফের স্তর গত দশকের তুলনায় দ্রুত হারে কমছে বলে উদ্বেগ বাড়ছে। গত সপ্তাহে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বিশাল থোয়াইটস হিমবাহ সম্পর্কে তাঁদের অনুসন্ধানের তথ্য প্রকাশ করেন। জলবায়ু পরিবর্তনের কারণে বরফের স্তর ভয়াবহ মাত্রায় সরু হয়ে যাচ্ছে।
যুক্তরাজ্যের আকারের সমান এই হিমবাহ। এই হিমায়িত বরফখণ্ডকে ‘পৃথিবী ধ্বংসের হিমবাহ’ বলে ডাকা হয়। এই হিমবাহ হারিয়ে গেলে পৃথিবীতে বিপর্যয়কর প্রভাব দেখা যাবে। যদি হিমবাহ গলতে থাকে, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে। এতে লাখ লাখ মানুষের জীবনযাত্রা প্রভাবিত হবে। এই হিমবাহের স্তর কিছু জায়গায় দুই হাজার মিটারের বেশি পুরু। বিশ্বের বৃহত্তম ও দ্রুত পরিবর্তনশীল হিমবাহগুলোর মধ্যে একটি থোয়াইটস। থোয়াইটস ও তার প্রতিবেশী হিমবাহ থেকে সমুদ্রে উন্মুক্ত বরফের পরিমাণ ১৯৯০ থেকে ২০১০ দশকে দ্বিগুণ বেড়েছে। ব্রিটিশ ও মার্কিন বিজ্ঞানীরা ২০১৮ সাল থেকে থোয়াইটস হিমবাহকে পর্যবেক্ষণ করছেন। তাঁদের পর্যবেক্ষণের ফলাফল ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভেতে প্রকাশিত হয়েছে।