ভালো ক্রিকেটার বের করার জন্য চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের আয়োজন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসর শুরুর আগেই পিসিবির বিরুদ্ধে পক্ষপাত ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে নাম প্রত্যাহার করে নেন আহমেদ শেহজাদ। এবার চলমান চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের আসরকে ‘ধোঁকা কাপ’ বলে আখ্যা দিলেন পাকিস্তানের এই ওপেনার।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের ছিটকে যাওয়ার পর দলে অস্ত্রপচারের কথা বলেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। কিন্তু সেটি তো করেনই নি, এমনটি বাংলাদেশের কাছে টেস্টে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পরও দলে পরিবর্তন না আনায় পিসিবির উপর ক্ষোভ উগরে দেন শেহজাদ।