বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের পণ্য বা সেবার প্রচারণায় নিয়মিত অডিও কল করে থাকে। এসব স্প্যাম কলের কারণে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। শুধু তা-ই নয়, স্প্যাম কলের কারণে প্রতারণার শিকারও হন অনেকে। এ সমস্যা সমাধানে আইফোন ব্যবহারকারীদের জন্য স্বয়ংক্রিয় কল ব্লক করার সুবিধা চালু করেছে ট্রুকলার।
‘অটো ব্লক স্প্যাম’ নামের এ সুবিধা চালু থাকলে যেসব ফোন নম্বর থেকে স্প্যাম কল, পণ্য বা সেবার প্রচারণা চালানো হয়, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেবে অপরিচিত নম্বরের তথ্য খোঁজার জনপ্রিয় অ্যাপটি। এর ফলে কল গ্রহণ করার পর স্প্যাম কল করা ফোন নম্বর ব্লক করতে হবে না।