চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের চাহিদা থাকলেও সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) বেশি বিক্রি হচ্ছে। তাই সপ্তাহজুড়ে হার্ডডিস্কের তুলনায় বেশ ভালোই বিক্রি হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এসএসডি। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।
প্রসেসর
ইন্টেল: কোর আই–৯ ৬.০০ গিগাহার্টজ ১৪ প্রজন্ম ৭২ হাজার টাকা, কোর আই–৯ ৫.৮০ গিগাহার্টজ ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৬০ গিগাহার্টজ ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৪০ গিগাহার্টজ ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গিগাহার্টজ) ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গিগাহার্টজ) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৮০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গিগাহার্টজ) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।