‘বুঝলেন এসব বেতন-টেতনের কোনো অভিযোগ করে বড় কিছু করতে পারবেন না। কে, কত বড় অঙ্কের বেতন পেলো সেটা আপনার দেখার দরকার নেই। ...মাঠে নেমে গেছেন। এখন আপনি পেশাদার সাংবাদিক। যিনি ২০ বছর আগে মাঠে সংবাদ সংগ্রহ করছেন তার সঙ্গে আপনার লড়াই। এ যুদ্ধে যেদিন নিজেকে প্রমাণ করবেন সেদিন আসবে কাঙ্ক্ষিত বেতন।’
কথাগুলো অনুপ্রেরণাদায়ী হওয়ার কথা। সেটা চাবুকের মতো কাজ করেছে সেদিন। সেদিনই বটে। অঘোর দাদা মাঠে যাওয়ার আগে যে বর্ণনা দিচ্ছিলেন তাতে বুকের সিনা টানটান হয়েছে। মাঠে নেমে ২০ বছরে আমি বা আমার আরও অনেকে কী করেছি তা জানি না। কিন্তু ক্রীড়া সাংবাদিকতার হাতেখড়ি অঘোর মন্ডলের হাত থেকে পাননি আমাদের এ তল্লাটে এমন লোক অন্তত ১২ বছরের মধ্যে এই পেশায় ঢুকেছেন, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল।